Ticker

    Loading......

Header Ads Widget

৩৮ হাজার মেট্রিক টন চাল এলো-ভারত ও ভিয়েতনাম থেকে


ডেস্ক নিউজ 

ভারত ও ভিয়েতনাম থেকে ৩৮ হাজার ৮৮০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বুধবার (১২ মার্চ) চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থাকে ১৭ হাজার ৮ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি ট্রংগান শিপ বন্দরে নোঙরে করে। এছাড়া আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ২১ হাজার ৮০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি রেক এলিট জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

এর আগে, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৬ হাজার মেট্রিক টন সেদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

শনিবার (৮ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৬ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি পিএইচইউ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

Post a Comment

0 Comments