তানভীরুল ইসলাম, ফেনী বিশেষ প্রতিনিধিঃস্বৈরাচার সরকারের পতন পরবর্তী সময়ে, সুবর্ণচরে অনেক রাজনৈতিক আস্ফালন দেখেছে এলাকাবাসী, মনের অজান্তে প্রতিনিয়তই একজন বিপ্লবী সমাজকর্মী খুজছিলো চরবাটার জনগন। নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই সে ধারায় নিজেকে ঢেলে সাজানোর চেষ্টাও করছে বটে, কিন্তু প্রকৃত সমাজকর্মী হওয়ার কোন পড়া বা কোন সিলেবাস নেই। নেতৃত্বের সম্মোহনী শক্তি বা দক্ষ সংগঠক হয়ে উঠার জন্য প্রয়োজন ব্যক্তিগত কিছু কারিশমা সাহস ও শক্তিমত্তা।
চরবাটার জনগনের দেখা তারেক মোহাম্মদ শরিয়ত উল্লাহ একজন শক্তিমান যুবক। উচ্চশিক্ষিত শহরের নাতিশীতোষ্ণ রুমে জীবনযাপন করা যুবকটি আমাদের ঘুনে ধরা সমাজে সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
ঢাকা শহরের আরাম আয়েশের জব ছেড়ে নিজেকে বিলিয়ে দিচ্ছে সুবর্ণচরের মানুষের জন্য।
এলাকাবাসী সাধুবাদ জানাচ্ছে তারেকের এমন সাহসকে, তার জন্য মহান প্রভুর দরবারে দোয়া করছে আপচা দুর্গন্ধ সমাজে তুমি নিজ হাতে পুকুর পরিষ্কারের মতো,পরিচ্ছন্ন করে দিবে।
বুক চিতিয়ে এগিয়ে যাও আমাদের মত নেতিয়ে পড়া মানুষগুলি তোমায় দেখে জাগ্রত হবো।
চরবাটার বিশ্বাস কোন অভ্যুত্থান পরবর্তী সময়ে তারেক আমাদের সমাজ সংস্কারক, আমাদের সুবর্ণচরের আলোর দিশারী।