তানভীরুল ইসলাম, ফেনী জেলা বিশেষ প্রতিনিধি
প্রশিক্ষিত যুবসমাজ গঠন,একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, বাংলাদেশের উন্নয়ন ও গৌরব বৃদ্ধিতে সক্ষম নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আধুনিক জীবনমনষ্ক যুব সমাজ গঠন এবং জীবনের সর্বক্ষেত্রে যুবদের সাফল্যের লক্ষ্যে তাদের প্রতিভার বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিতে ০৭ (সাত) দিন ব্যাপী" মৎস্য চাষ প্রশিক্ষণ " বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর আয়োজনে ও মুসলিম ইউথ মিশনের সহযোগিতায় এই প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। অদ্য বিকাল ৩ ঘটিকায় ফেনী সদর উপজেলা অডিটোরিয়ামে এই সনদপত্র প্রদান করা হয়।
মুসলিম ইউথ মিশনের সভাপতি জনাব শাফিকুল হাসান শাফির সভাপতিত্বে ও মুসলিম ইউথ মিশনের নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ নোমানীর সঞ্চালনায় উক্ত সনদ প্রদান প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার ইউএনও সুলতানা নাসরিন কান্তা, ও ফেনী সদর উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ হেলাল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাগন।
Post a Comment