মোঃ মনিরুল ইসলাম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম বাবুকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শরিফুল ইসলাম বাবু (৩২) উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রমজান আলীর ছেলে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, থানায় দায়ের করা মামলা (নং ৫, তারিখ: ১১/২/২৫) তদন্তের ভিত্তিতে শরিফুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Post a Comment