নয়া বাংলা ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার এবং পুনর্বাসিত বাঙ্গালিদের সম্মানজনকভাবে পাহাড়ের বাইরে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২৪তম অধিবেশনে তিনি এসব দাবি তুলে ধরেন।
গতকাল সোমবার (২১ এপ্রিল ২০২৫) নিউইয়র্কে জাতিসংঘের ওই অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-এর প্রতিনিধি হিসেবে অংশ নেন অগাস্টিনা চাকমা। 'আদিবাসী নারীদের অধিকার' বিষয়ক ৫ (ই) নম্বর এজেন্ডার অধীনে বক্তব্য প্রদানকালে তিনি পার্বত্য চট্টগ্রামের জুম্ম নারী সমাজের নিরাপত্তা ও অধিকার সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
অগাস্টিনা চাকমা বলেন, "১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এখনো পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম নারীদের নিরাপত্তা, ক্ষমতায়ন ও মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, "নিরাপত্তা বাহিনীর স্থায়ী ক্যাম্প প্রত্যাহার, ভূমি বিরোধের সুরাহা, ভারতে আশ্রয় নেওয়া জুম্ম উদ্বাস্তু ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত পরিবারগুলোর পুনর্বাসন, পুনর্বাসিত বাঙ্গালিদের সম্মানজনক প্রত্যাহার এবং পার্বত্য আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদে কার্যকর ক্ষমতা হস্তান্তর না হওয়ার ফলে জুম্ম নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে এবং সহিংসতা অব্যাহত রয়েছে।”
Post a Comment