চাঁদপুর জেলার মতলব উত্তর এলাকায় গাছের ডালে বানর দেখতে উৎসুক জনতা। হঠাৎ বাড়ির টিনের চালে বিল্ডিংয়ের ছাদে বানরের দৌঁড়াদৌঁড়ি দেখে মানুষের নজর পড়ে। কখনও আমগাছের ডাল ধরে লাফিয়ে উঠে টিনের চালে। কখনও আবার বিল্ডিংয়ের ছাদে বসে লোকজনের মুগ্ধতা উপভোগ করে বানরটি। তবে একে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্কেরও কমতি নেই।
রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বদরপুর মোল্লা কান্দি এলাকায় এই দৃশ্য দেখা যায়।
স্বচক্ষে দেখা স্থানীয়রা জানান, মতলব উত্তর উপজেলার বদরপুর মোল্লাকান্দি, হাপানিয়া ও আশপাশের বিভিন্ন এলাকার বিভিন্ন গাছে,বাসা বাড়ি, টিনের চাল ও বিল্ডিংয়ের ছাদে বানরটি মাঝে মাঝে ঘুরে বেড়ায়। তবে বেশিরভাগ সময় বদপুর মোল্লা কান্দি গ্রামে দেখা যায় বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসী অভিযোগ করেন এই বানরটি আমাদের গ্রামের গাছে উঠে সব ধরনের ফল নষ্ট করছে, এছাড়া গাছের ফলও খেয়ে ফেলে বানর। তবে বানর টি কোথায় থেকে এসেছে কার মাধ্যমে এসেছে কেউ জানে না।