রাজবাড়ীতে এক হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে এক হাজার পিস ইয়াবাসহ মোঃ আরিফ মন্ডল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার আরিফ মন্ডল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ওমর আলী মোল্লা পাড়ার হাবি মন্ডলের ছেলে।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকার হযরত এর চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র একটি টিম অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post