দিনাজপুরে মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন তৌহিদি জনতা ও মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার মোহনপুর ব্রিজে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। খবর পেয়ে দিনাজপুরের প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সবুজ দাসকে গ্রেপ্তার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আশ্বাসের প্রেক্ষিতে ৪ ঘণ্টা পর সডক অবরোধ তুলে নেয়া হয়।
এর আগে, গত বুধবার সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের বনতাড়া বালুপাড়া গ্রামের সবুজ দাস নামে যুবক ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, 'তোমার নবী তো লুচ্চা ৫৩ বয়সে ৬ বছরের আয়েশাকে বিয়ে করেছেন কেমন নবী তোমার।' স্থানীয় এলাকাবাসী ফেসবুকের এ স্ট্যাটাস দেখে ক্ষিপ্ত হয়ে সবুজ দাসের বাড়ি ঘর গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত তাকে ধরে আইনের আওতায় আনা হোক। না হলে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেবে।