ফেনীতে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান

তানভীরুল ইসলাম ফেনী জেলা বিশেষ প্রতিনিধি 
ফেনী সদর উপজেলা অডিটোরিয়ামে ২১ এপ্রিল ২০২৫ তারিখে রানার বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে “Honoring the Warriors of JULY” শীর্ষক আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও আহত ১০টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের বেসরকারি উদ্যোগ বাড়ানোর এবং জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রেখে দেশ গঠনে যুব সমাজকে কাজ করার আহবান জানান। তিনি রানার বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটিকে এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতানা নাসরিন কান্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফেনী সদর উপজেলা। তিনি সন্তানহারা মায়েদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং আন্দোলনের বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সভাপতির বক্তব্যে শাফিকুল হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর, রানার বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি, বলেন, “জুলাই আন্দোলনের স্পিরিট ও শহীদ-আহতদের আত্মত্যাগ প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে এবং তাদের স্মৃতি প্রজ্জ্বলিত রাখতে সকলের প্রতি আহ্বান জানান।”

রানার বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির ফেনী জেলা প্রধান ফয়জুল্লাহ নোমানীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রানার বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ হাসান , এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলা নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এবং শহীদ ও আহত পরিবারের বিভিন্ন সদস্য তাদের অনুভূতি প্রকাশ করেন এসময় সভাস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Post a Comment

Previous Post Next Post